President's Message




সভাপতির বাণী

আনোয়ারা উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত আনোয়ারা বালিকা উচ্চ বিদ‌্যালয়ের ওয়েব সাইট ও সফটওয়্যার ওপেন সহ সার্বিক কার্যক্রম ডিজিটালাইজেশনের শুভ উদ্বোধন করতে পেরে আমি খুবই আনন্দিত ।

আমার পিতা চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা মহান মুক্তিযুদ্ধের অন‌্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আলহাজ্ব আখতারুজ্জামান চৌধূরী বাবু এ বিদ‌্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমাদের পরিবার বিভিন্নভাবে বিদ‌্যালয়টির সার্বিক পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন । যা প্রশংসার দাবিদার । বিদ‌্যালয়টি সরকারি করণের জন‌্য মাননীয় শিক্ষামন্ত্রীর মাধ‌্যমে মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি।

এ বিদ‌্যালয় সাধারণ শিক্ষার পাশাপাশি এস.এস .সি ভোকেশনাল র্কোসে , খেলাধুলা, সাহিত‌্য ও সংস্কৃতিচর্চা ও গার্লস গাইড কার্যক্রম এবং সততা সংঘ , সততা স্টোর চালু রয়েছে । যা শিক্ষার্থীদের নিয়ম শৃঙ্খলা , সততা ও নৈতিকতার প্রশিক্ষণ ‍দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার শিক্ষা দিয়ে যাচ্ছে। বিদ‌্যালয় সমৃদ্ধ লাইব্রেরি ,আধুনিক কম্পিউটার ল‌্যাব ও মাল্টিমিডিয়ার মাধ‌্যমে পাঠদান ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে অগ্রণী ‍ভুমিকা পালন করে বলে আমি বিশ্বাস রাখি।

পরিষেশে বিদ‌্যালয়ের উত্তর উত্তর সমৃদ্ধি ও সার্বিক উন্নয়নের এ মহতী উদ‌্যোগের সাথে জড়িত শিক্ষক- শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন‌্যবাদ জানাচ্ছি।

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু

বাংলাদেশ চিরজীবি হোক ।

আফরোজা জামান চেীধুরী
..........সভাপতি ............
আনোয়ারা বালিকা উচ্চ বিদ‌্যালয়