History of our Institute

 

 

আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়,  আনোয়ারা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে  ১, ৫০ শতক  জমির উপর মনোরম পরিবেশে দুইটি আধুনিক দ্বিতল ভবন নিয়ে এ বিদ্যালয় অবস্থিত।  এটি  ০১/০১/ ১৯৪১  খ্রিস্টাব্দ তৎকালীন অবিভক্ত ভারতের সমৃদ্ধ আনোয়ারা গ্রামের বিত্তবান ও বিদ্যুৎসাহী ব্যক্তিদের মধ্যে ইংরেজি বিদ্যালয় হিসেবে অত্র থানায় প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়।  সেই থেকে ১৯৭২ ইংরেজি সন থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত  পাঠদান চলে। ১৯৭৩ ইংরেজি সালে এসএসসি চালু হয়,  ১৯৭৫ সালে প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।  এখন এসএসসি ভোকেশনাল সহ,  সকল বিভাগ চালু আছে, শ্রেণিকক্ষ ছাড়াও আধুনিক পাঠাগার, বিজ্ঞানাগার, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও আইসিটি লার্নিং সেন্টার, ছাত্রী মিলন মেলা, প্রধান শিক্ষক কক্ষ,  সহকারি শিক্ষক কক্ষ ও স্কুলের   ফুলের বাগান ও নারিকেলে ঘেরা সুবিশাল খেলার মাঠ।