Head Teacher Message



প্রধান শিক্ষকের বাণী

 

বর্তমান বিজ্ঞানের যুগে মাননীয় প্রধান মন্ত্রীর ২০২১ সালের মধ‌্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ‌্যকে সামনে রেখে অত্র বিদ‌্যালয়ের ওয়েব সাইট ও সফটওয়্যার ওপেন করা সহ ডিজিটালাইজেশন কার্যক্রমের সিঁড়িতে ওঠার শুভ উদ্ভোধন করতে পেরে আমি খুবই আনন্দিত।

বিদ‌্যালয়ের স্বার্থে ও উন্নয়নের জন‌্য ডিজিটাল কার্যক্রম বাস্তবায়ন একান্ত অপরিহার্য । এজন‌্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২১ সালের মধ‌্যে দেশের সার্বিক কার্যক্রম ডিজিটালাইজেশন করে সকলের ঘরে ঘরে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । তাই অত্র বিদ‌্যালয়টি এ কার্যক্রম থেকে আর পিছিয়ে থাকার সুযোগ নেই। অত্র বিদ‌্যালয়টি উপজেলা সদরে অবস্থিত একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ‌্যালয়ে সাধারণ শিক্ষার পাশাপাশি এস.এস .সি ভোকেশনাল র্কোসে , খেলাধুলা, সাহিত‌্য ও সংস্কৃতিচর্চা ও গার্লস গাইড কার্যক্রম এবং সততা সংঘ , সততা স্টোর চালু রয়েছে । যা শিক্ষার্থীদের নিয়ম শৃঙ্খলা , সততা ও নৈতিকতার প্রশিক্ষণ ‍দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার শিক্ষা দিয়ে যাচ্ছে। বিদ‌্যালয় সমৃদ্ধ লাইব্রেরি ,আধুনিক কম্পিউটার ল‌্যাব ও মাল্টিমিডিয়ার মাধ‌্যমে পাঠদান ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে অগ্রণী ‍ভুমিকা পালন করে বলে আমি বিশ্বাস রাখি। বিদ‌্যালয়টি সরকারি করণের জন‌্য মাননীয় শিক্ষা মন্ত্রীর মাধ‌্যমে মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন সময়ের দাবি।

পরিষেশে বিদ‌্যালয়ের উত্তর উত্তর সমৃদ্ধি ও সার্বিক উন্নয়নের এ মহতী উদ‌্যোগের সাথে জড়িত শিক্ষক- শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন‌্যবাদ জানাচ্ছি।

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু

বাংলাদেশ চিরজীবি হোক ।

ছৈয়দ নুর মোহাম্মদ কাদেরী
............প্রধান শিক্ষক  (ভারপ্রাপ্ত)............
আনোয়ারা বালিকা উচ্চ বিদ‌্যালয়